অনুসন্ধান

খোলা আকাশের নীচে একা বসে আছি নিঃসঙ্গ রাতে,

আলোকিত আকাশ আজ ভরা জোছনায়, 

অসংখ্য তারার মিটমিট আলোয় হারিয়ে,

মগ্ন যখন তাকে পেয়ে হারানোর বেদনায়

ঠিক তখনই ভেঙে নিরবতা, 

চেনা কারো পায়ের শব্দে

 হঠাতই বেড়ে যায় আকুলতা। 

.

এইদিক সেইদিক চারিদিক খুঁজি

সেই পরিচিত মুখ,

বোধহয় আবার ফিরে এসেছে

বেঁচে থাকার অদিম সেই সুখ। 

কিন্তু কোথাও কেউ নেই

জনমানবহীন খোলা মাঠে

এখনো বসে আমি সেই পরিচিত মুখের সন্ধানে। 

.

আশাহত হয়ে আবার হল শুরু অপেক্ষার

কখনো সে ফিরে আসবে না জেনেও

অভিনয় মিছে ভালো থাকার। 

চারিদিকে বইছে স্নিগ্ধ শীতল বাতাস

আবার পরিচিত সেই সাইকেলের শব্দে বিমোহিত পরিবেশ৷ 

ওই যে দূর থেকে আসছে যেন সে

আঁকাবাঁকা মাঠে সাইকেল চালিয়ে। 

ঝাপসা চোখে মনে হল পরিচিত সেই মুখের অবয়ব,

একটু কাছে যেতেই গেল সব মিলিয়ে। 

.

আজ নিঃস্ব আমি একাকীত্বে

করি প্রতিনিয়ত ভালো থাকার মিছে ভান,

কল্পনায় তাই হারিয়ে করি,

পরিচিত সেই মুখের অনুসন্ধান। 




আপনি যদি এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি লিখা গুলো পড়ে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনার মন্তব্য আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 😊



👉অপ্রয়োজনীয় প্রিয়জন

👉ছোট্ট বেলার বন্ধু

👉ভালবাসার শাস্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ