আপনি যখনই নিজের লক্ষ্য এবং স্বপ্ন অর্জনের খুব কাছাকাছি থাকেন ঠিক তখনই সর্বদা মানুষ আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। শুধুমাত্র এই মানুষের কথা শোনার কারনে অনেকেই আছেন যারা স্বপ্ন অর্জনের খুব কাছাকাছি এসে হাল ছেড়ে দেন। হয়তো মানুষ বলেছিল আপনি এটি পারবেন না, আপনার দ্বারা হবে না, আরে মিয়া আপনি পাগল হয়ে গেছেন? কত বড় বড় মানুষ পারে নি আর আপনি পারবেন? তারা এমনটি বলে কারণ তারা নিজেরা সেটা কখনো পারে নি তাই। স্বপ্ন অর্জন করতে কারো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু আল্লাহর উপর বিশ্বাস এবং আপনার পরিশ্রম। আল্লাহ যদি আপনার সাথে থাকে তাহলে লোকে যত কথাই বলুক না কেন আপনার পরিশ্রম সঠিক হয়ে থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য।
Photo Courtesy: Pixabay |
চিন্তা করুন যদি টমাস আলভা এডিসন মানুষের কথা শুনতেন তাহলে তিনি বাল্ব আবিষ্কার করতে পারতেন না। হয়তো অন্যকেউ সেই স্বপ্নের পেছনে ছুটতেন। বেন কারসন যদি মানুষের মতামতের দিকে কান দিতেন তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় নিউরোসার্জন হতে পারতেন না। তার মুকুট হয়তো অন্য কেউ ছিনিয়ে নিতেন। আপনি যদি আপনার সাফল্য অন্য কাউকে ছিনিয়ে না নিতে দেখতে চান তাহলে আপনার স্বপ্নের পেছনে ছুটুন এবং তার জন্য যা যা করার প্রয়োজন করুন। কোন কিছু পাওয়ার জন্য যদি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন না, সেটা আপনি না পেলেও জীবনে কখনো আফসোস থাকবে না। আল্লাহ হয়তো আপনার জন্য এরচেয়ে ভাল কিছু লিখে রেখেছেন। তাই মানুষের কথা না শুনে পরিশ্রম করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।আল্লাহ মানুষের মনে স্বপ্নের বীজ বুনন করেন। আপনি যদি সেই স্বপ্ন পেতে সর্বোচ্চ টুকু নিংড়ে দেন এবং সেটি যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে তবে নিশ্চয়ই তিনি আপনাকে সেই স্বপ্নের কাছে পৌঁছে দেবেন।
ইংরেজিতে একটি প্রচলিত উক্তি আছে।
When people throw stones at you, don’t throw them back. Collect them all and build an empire.
মানুষের কথার জবাব কথায় নয় বরং পরিশ্রম এবং সাফল্য দিয়ে দিন। দেখবেন একদিন তারাই আপনার আগে পিছে ঘুরঘুর করছে। মনে রাখবেন 'পরিশ্রম এবং সাফল্য পরস্পরের পরিপূরক'।
আপনি যদি এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি লিখা গুলো পড়ে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনার মন্তব্য আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 😊
0 মন্তব্যসমূহ
If you have any suggestions please let me know. It will be my pleasure to know your opinions. 😊