বন্ধু হয়ে ছিলে তুমি সেই ছোট্টবেলায়,
হঠাত হারিয়ে গেলে তুমি আমার অজানায়।
বহু বছর খুঁজেছি তোমায়,
ছিলে আশে পাশেই,
পাই নি তোমায় পাই নি আমি,
আমার ভাগ্য দোষেই।
মাঝে একবার দিয়েছিলে হঠাতই দেখা,
কিন্তু মনে করাতে পারি নি তোমায় সেই ছোট্ট বেলার কথা।
.
পাবো পাবো করেও তোমায়
আর হল না পাওয়া,
এই বুঝি তোমায় হারিয়ে ফেলেছি,
এটাই ছিল বিধাতার চাওয়া।
.
কয়েক বছর ধরেই আমি ফেসবুকে
তোমার নামটি খুঁজতাম রোজ,
হঠাত একদিন পেলাম আমি
তোমার আইডির খোজ।
.
এবার আমায় বন্ধু হতে করবে কে আর মানা?
সাথে সাথে পাঠিয়ে দিলাম ফ্রেন্ড রিকুয়েস্ট খানা।
কথা হল দেখা হল,
হল স্মৃতিচারণ,
১৪ বছর পর হল দুটি মনের মিলন।
শুরু হল বন্ধুত্বের নতুন একটি অধ্যায়,
ও ছোট্টবেলার বন্ধু তুমি,
আজীবন মনে রাখবে কি আমায়?
রচনাকাল:২৯/০৫/২০১৮
0 মন্তব্যসমূহ
If you have any suggestions please let me know. It will be my pleasure to know your opinions. 😊