অপেক্ষা


আনমনে বসে আছি জানালার পাশে,
থামছে না সময়ের বেগ।
টিক টিক করে এগিয়ে চলছে ঘড়ির কাটা,
অনেক দিন হল তোমার কোন খোজ নেই,
নেই কোন ফোন কিংবা মেসেজ।
.
বারবার নানা বাহানায় মোবাইল ফোনটা দেখছি ,
কোনদিকে যে ঘন্টা পেরিয়ে গেল খেয়ালই নেই,
হঠাত মোবাইলটা বেজে উঠলো।
ভাবলাম এই বুঝি তোমার ফোন এল!
তড়িঘড়ি করে মোবাইল ফোনটা হাতে নিতেই দেখি
এটা শুধুই আমার কল্পনা!
.
আবারো ফিরে যাই কল্পনার জগতে,
ভাবি এই তো আর বেশি দেরি নেই,
তুমি আসবে আচিরেই,
এসে আমায় জিজ্ঞেস করবে,
"কেমন আছ তুমি?"
আমি উত্তর দেব,
এই তো আছি বেশ,
তোমার অপেক্ষায় চলছে জীবন নিরুদ্দেশ!


রচনাকালঃ ১১/০৭/২০১৮







আপনি যদি এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি লিখা গুলো পড়ে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনার মন্তব্য আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 😊

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ