জীবন চলার পথে অনেক ধরনের সম্পর্ক গড়ে উঠে।সেটা হতে পারে বন্ধুত্বের সম্পর্ক কিংবা ভালবাসার সম্পর্ক। কোন মানুষের সাথে যদি আপনার পছন্দ অপছন্দ, কিংবা মন মানসিকতার অধিকাংশ মিলে যায় তাহলে সেই মানুষটির সাথে আপনার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একসময় দেখা যায় আপনি আপনার সবটুকু তার সাথে ভাগ করে নেওয়া শুরু করেছেন। কিন্তু এই মধুর সম্পর্ক সব সময় একরকম থাকে না। আস্তে আস্তে ঘুনে ধরে যায়। যেই বন্ধুটি একসময় আপনার সাথে আড্ডা না দিলে চলতোই না, দিনে অন্তত একবার ফোন করে গড় গড় করে সব বলতেই হত, দিনের বেশিরভাগ সময় যার সাথে কাটানো হত সে বন্ধুটিই হয়তো পড়াশুনোর সূএে কিংবা চাকরির সূত্রে অন্য জায়গায় গিয়ে আপনার বিকল্প কাউকে খুঁজে নেয়। বন্ধুত্বের মাঝে ফাটল ধরতে শুরু করে।
.
যে মানুষটি একসময় নিজের সবটুকু দিয়ে আপনাকে ভালবাসতো, আপনার একটা ফোনের অপেক্ষায় সারাদিন কাটিয়ে দিত, একটা মেসেজের অপেক্ষায় ফোনের দিকে তাকিয়ে থাকতো, অপেক্ষা করতো কখন মেসেঞ্জারের সবুজ বাতিটি জ্বলে উঠবে, কখন আপনাকে তার সকল মনের কথা বলবে সেই মানুষটির মাঝেই এক সময় পরিবর্তন লক্ষ্য করবেন। একসময় হয়তো আপনি সময় না দেওয়ার কারণে কিংবা কথা না বললে তার অভিমান হত। কিন্তু একটা সময় মানুষটাই অচেনা হয়ে যায়। আপনার সামন্য কথা বলা আর তার সহ্য হয় না, আপনি তার বিরক্তির কারণ হয়ে উঠেন আস্তে আস্তে। সম্পর্কের মাঝে আস্তে আস্তে ঘুনে ধরতে শুরু করে।
.
আপনার কাছের বন্ধুটি কিংবা ভালবাসার মানুষটি হয়তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনার সাথে থাকতে আর ইচ্ছুক নয়। আপনার জায়গা হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে। আপনার উপস্থিতি হয়তো তাকে আর আগের মত আনন্দ দেয় না। এমনটা হতেই পারে। এবং এক্ষেত্রে আপনার সামনের মানুষটির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুখের মাঝে প্রতিবন্ধকতা না হওয়ার মাঝেই প্রকৃত সুখ। যতই অবহেলা করুক আপনাকে। আপনার কাছে তো সে আপনার বন্ধু কিংবা ভালবাসার মানুষই। আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে যদি সে সুখী হয় তাতে ক্ষতি কি? হোক না সে দূরে তাও তো সুখেই থাকবে। আর নিজের আপন মানুষটিকে সুখী দেখার চেয়ে বড় সুখ আর কিছুই হতে পারে না। আর এটাই হয়তো সুখের প্রকৃত সংজ্ঞা।
0 মন্তব্যসমূহ
If you have any suggestions please let me know. It will be my pleasure to know your opinions. 😊