ব্যাকস্পেস

অনুভূতি গুলো এখন নিজের মাঝেই খেলা করে।
.

সারাদিন অপেক্ষা করে থাকার পরও এখন আর বার্তা আসে না, আমি ভাল আছি, তুমি ভাল আছ তো? জমানো কথা গুলো হারিয়ে যায় একাকীত্বের ভীড়ে।মাঝেমাঝে হয়তো নিজেই নিজের সাথে কথা বলি।নিজে নিজেই নানন প্রশ্ন জিজ্ঞেস করি আবার নিজেই উত্তর খুঁজে নেই। প্রশ্ন শোনার মানুষটি যে আজ থেকেও নেই। ভাল থাকার অভিনয় করতে করতেও এক সময় ক্লান্ত হয়ে পড়ি। এই ক্লান্তি শরীরের ক্লান্তি নয়। মনের ক্লান্তি। ক্লান্ত মনে আবার স্মৃতি রোমন্থন করি। একসাথে কত শত স্মৃতি। কত জেগে থাকা রাতের গল্প। শুধুমাত্র রুমের ওই ম্যাজিক বালবটি সাক্ষী। 
.

হঠাতই ভাবি এই বুঝি একটা ফোন আসবে। অপর পাশ থেকেই সেই পরিচিত কণ্ঠ বলবে আমিও ভাল নেই। কিন্তু না সেই ফোন আসে না। হয়তো কার কখনো আসবেও না। পরক্ষনেই তার উদ্দেশ্যে বার্তা লিখতে শুরু করি। কিন্তু সেই বার্তা আর পাঠানো হয়ে ওঠে না। এভাবেই অনুভূতি গুলো হারিয়ে যায় ব্যাকস্পেস এর মাঝে।





আপনি যদি এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি লিখা গুলো পড়ে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনার মন্তব্য আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 😊



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ